বিসিএস নির্বাচনে চ্যালেঞ্জার্স ২টি এবং ৫টি পদে সমমনার জয়

১৪ মার্চ, ২০২০ ১৯:১৮  
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ‘চ্যালেঞ্জার্স ২০২১’ প্যানেল থেকে সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া সর্বোচ্চ ৬১৮ ভোট পেয়েছেন। এছাড়াও ‘সমমনা-৭’ প্যানেল থেকে ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো.শাহিদ-উল-মুনীর ৫৬৮ ভোট, কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ মনিরুল ইসলাম ৫৬০ ভোট, স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন ৫৫২ ভোট, চ্যালেঞ্জার্স ২১ প্যানেল থেকে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা ৫৫১ ভোট, স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মুজাহিদ আলবেরুনি সুজন ৫৪৯ ভোট এবং অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন ৪৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) উইন্ডি টাউন হলের ১০টি বুথে ৮টি কাউন্টারে ভোট নেয়া হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। এসময়ে মোট ১,১২৬ জন ভোটারের মধ্যে ১০৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যামটবের সাবেক মহাসচিব টি আই এম নূরুল কবির। এসময় বোর্ডের সদস্য শেখ কবীর আহমেদ ও বীরেন্দ্র নাথ অধিকারী তার সঙ্গে ছিলেন।